রিপোর্ট প্রিন্ট

শেয়ার করুনঃ



এবার চিত্রনায়িকা পরিমনি কে সাহসী মেয়ে বলে আখ্যা দিলেন নারীবাদী লেখিকা তাসলিমা নাসরিন।

সংগ্রহীত 


এবার চিত্রনায়িকা পরিমনি কে নিয়ে মুখ খুললেন নারীবাদী লেখিকা তাসলিমা নাসরিন।

বাংলাদেশের চিত্রনায়িকা পরিমনি কে ধর্ষণের  চেষ্টা ও হত্যার অভিযোগ তুলে আসামিদের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে মামলা দায়ের করেছেন পরি মনি নিজেই। প্রথমত পরি মনির দায়ের করা মামলা নেয়া হয়নি বলেও অভিযোগ করেছেন তিনি। কিন্তু পরবর্তীতে এ বিষয় টি গুরুত্বপূর্ণ ভাবে উপস্থাপন করা হলে নতুন করে মামলা নিয়েছে প্রশাসন।  

অভিযুক্ত  ছয় জন আসামি কে মামলার পর পরেই গ্রেফতার করা হয়েছে, কিন্তু এখন তারা সবাই জামিনে আছেন বলে জানা গিয়েছে। 

এ ঘটনায় পরি পনি সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমানে আলোচিত হয়েছেন ও পাশাপাশি সমালোচনার ঝড়ও থেমে নেই মুহূর্তের জন্য। উপহাসের পাত্র হয়েছেন পরি মনি। 

কিন্তু এবার তাকে নিয়ে মুখ খুললেন নারীবাদী লেখিকা তাসলিমা নাসরিন। তাসলিমা নাসরিন হলো নারীবাদী দের একজন তিনি একজন নাস্তিক। যদিও সে সমাজে মুসলিম পরিচয় ব্যাবহার করে থাকেন। তাসলিমা নাসরিন কে বাংলাদেশ থেকে অবাঞ্চিত করা হয়েছে বেশ কয়েক যুগ ধরে। তিনি এখন বিদেশে, সেখান থেকেই বাংলাদেশের চিত্রনায়িকা পরিমনি কে নিয়ে তসলিমা তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ভেরিফাইড একাউন্টে কিছু স্ট্যাটাস দিয়েছেন। 



❝ তাসলিমা নাসরিন তার স্ট্যাটাস এ বলেন শিং মা'ছের মতো প্রতিদিন লা'ফিয়ে লাফি'য়ে উঠ'ছে বাংলাদেশের চিত্রনায়িকা পরিমনির বিরু'দ্ধে কুৎ'সিত গালা'গালি। কোনো মে'য়ের বিরুদ্ধে যখন লো'কেরা ক্ষে'পে উঠে তখন তাকে দ'শ দিক থেকে হা'মলা ক'রতে থাকে, এমন উ'ন্মত্ত হয়ে উঠে যেন নাগা'লে পেলে তাকে ছিঁ'ড়ে ফেলবে, ছুঁ'ড়ে ফেলবে, পুড়ি'য়ে ফেলবে, পুতে ফেলবে, ধর্ষণ করবে, খুন করবে, কু'বচি কু'চি কতে কেটে কোথাও ভাসিয়ে দেবে, তখ'ন আমার ধার'ণা হয় মে'য়েটি নিশ্চ'য়ই খুব ভা'লো মেয়ে, সৎ মেয়ে, সা'হসী মেয়ে, সো'জা কথার মেয়ে। ❞

তবে তাসলিমা নাসরিন আরও বলেন যে, ❝ আমি বাংলাদেশের সি'নেমা দেখি না আর  পরি মনি কেও চি'নি না ❞

তবে দূর থেকে তাসলিমা নাসরিন পরি মনি কে শ্রদ্ধা জানিয়েছে  আর ভালোবাসা।   

স্ট্যাটাস এর পর পরই পরি মনি জিনের ভেরিফাই ফেসবুক পেজ এ তাসলিমা নাসরিন এর এই পোস্ট টি শেয়ার করেন। পরি মনি কে নিয়ে তাসলিমা নাসরিন এর  এই লেখা টি বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকায় ছাপানো হয়েছে।  তাই সাথে সাথেই ছড়িয়ে পরেছে তাসলিমা নাসরিন এর দেয়া সেই স্ট্যাটাস।  এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় উপহাসের পাত্র হিসেবে উপস্থাপন হচ্ছে পরি মনি ও তাসলিমা নাসরিন উভয়ই। 

উপরুক্ত কথা গুলো তাসলিমা নাসরিন তার নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই বলেছেন বলে জানিয়েছেন নারীবাদী নাস্তিক লেখিকা  তাসলিমা নাসরিন। 

1/আপনার মতামত জানান

একটি মন্তব্য পোস্ট করুন